অনন্ত পথে

আমি অনন্ত পথে হেঁটেছি 

মূল্য দিতে হয়েছে রক্তের 

আমি দূর্বার জয়ের নেশায় আসক্ত

আমি স্বপ্ন দেখি অদম্য সাহসের ।


আমি নিদ্রাহীন চোখে আকাঙ্খা করি সুদিনের।


আমি অসম থেকে অসীম

আমি আঘাত থেকে অজেয় 

আমি স্পর্ধা 

আমি শ্রান্তি 

আমি পরিব্রাজক 

আমি ক্লান্তি।


আমি সিক্ত হয়েছি ঝোড়ো বৃষ্টিতে

আমার দহন হয়েছে তপ্ত বালুরাশি তে


আমি সেই জেদ যা দমেনি 

যা হার মানেনি 

চূড়ান্ত পরাজয়ে ।


আমি আগুন 

আমি ছাই

আমি এই ধরায় সংঘর্ষ করতে 

বারবার ফিরে আসি ।


দানবের রক্তচক্ষু কে ডরাই না আমি

আমি ভরসা রাখি প্রচন্ড বিপ্লবে।


আমি ঘোর 

আমি প্রেম

আমি প্রারম্ভ

আমি ই পরিশেষ।


আমি স্বপ্ন আমি তেজ 

আমি শক্তি আমি জেদ।


আমি ভগ্ন পাষাণের উপর 

খোদাই করা শেষ জীবাশ্ম এর রেশ।


Penned by- Sirsha

Comments

Post a Comment

Popular posts from this blog

Desire

Doomed